বড়লেখায় এক শিক্ষক লাঞ্জিত অপর শিক্ষককে মারধরের ঘটনায় উত্তেজনা : স্কুল বন্ধ ঘোষণা
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দক্ষিণভাগ এনসিএম হাইস্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষার সচিব আকবর আলীকে এ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম কর্তৃক লাঞ্জিতের জেরে বুধবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দু’গ্র“ফ ছাত্রের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ছাত্ররা ক্লাস বর্জন করে সংঘর্ষে লিপ্ত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন দিন স্কুল বন্ধ ঘোষনা করেছেন।
জানা গেছে, দক্ষিণভাগ এনসিএম হাইস্কুলে সম্প্রতি (২৪.০৯.১৬) প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম প্রার্থী হলেও নিয়োগ পরীক্ষায় বাদ পড়ায় তার বিরুদ্ধে নানা জটিলতা সৃষ্টির অভিযোগ উঠে। এর জেরে বুধবার তিনি নিজ অফিস কক্ষে মারধরের শিকার হন। দুইঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ প্রহরায় শাহীদুল ইসলামকে হাসপাতালে নেয়া হয়।
বৃহস্পতিবার সকালে স্কুল শুরুর পুর্বে স্কুলে দুই গ্র“ফ শিক্ষার্থীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। কতিপয় শিক্ষার্থী ক্লাসে যোগ না দিয়ে সংঘর্ষে লিপ্ত হলে সাধারন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতংক দেখা দেয়।
খবর পেয়ে ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এসময় অভিভাবকরা জড়ো হয়ে দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবী জানান। পরিস্থিতি স্বাভাবিক করতে ইউএনও’র পরামর্শে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তিন কর্মদিবস স্কুল বন্ধ ঘোষণা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব স্কুলের চলমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে আগামী তিন দিন স্কুল বন্ধ ঘোষনার সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন