বড়লেখায় এনসিএম স্কুলের শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

October 5, 2016,

আব্দুর রব॥ বড়লেখার দক্ষিণভাগ এনসিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মু. শাহীদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ৫ অক্টোবর বুধবার বিকেলে পৌরশহরে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। তদন্তপুর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, সাবেক সভাপতি পিসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ সুনীল চন্দ্র নাথ, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, সিনিয়র শিক্ষক সেলিম আহমদ, লুৎফুর রহমান আজাদ, রশীদ আহমদ খান, লুৎফুর রহমান চুন্নু, অজিত চন্দ্র দাস, অজয় চন্দ্র দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com