বড়লেখায় এসএসসিতে এ-প্লাস ৭৫ লাইসিয়াম স্কুল ও ইটাউরী মহিলা মাদ্রাসার শতভাগ ফলাফল অর্জন

May 4, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় এসএসসিতে ৭৫জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিলে কোন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানই এবার এ-প্লাস অর্জন করতে পারেনি। এসএসসিতে উপজেলার মধ্যে সর্বোচ্চ ৪০টি এ-প্লাস ও শতভাগ ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল ও ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা।
এসএসসিতে দাসেরবারাজার উচ্চ বিদ্যালয় থেকে ১১জন, বালিকা উচ্চ বিদ্যায়ল থেকে ৭জন, পিসি উচ্চ বিদ্যালয় ও নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক স্কুল থেকে ৫ জন করে, শাহবাজপুর স্কুল এন্ড কলেজ থেকে ৪জন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়, পয়লোয়ানবাড়ী উচ্চ বিদ্যালয় ও ইটাউরী হাজী ইউনুস মিয়া উচ্চ বিদ্যালয় হতে ১জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এদিকে দাখিল পরীক্ষায় ৪৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৯৭জন পাশ করেছে। শতকরা পাশের হার ৬৮। উপজেলার কোন মাদ্রাসাই এবার দাখিলে এ-প্লাস অর্জন করতে পারেনি। শতভাগ ফলাফল অর্জনের ধারাবাহিকতা রক্ষা করেছে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরী আলিম মহিলা মাদ্রাসা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com