বড়লেখায় এসএসসিতে এ-প্লাস ৭৫ লাইসিয়াম স্কুল ও ইটাউরী মহিলা মাদ্রাসার শতভাগ ফলাফল অর্জন
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় এসএসসিতে ৭৫জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিলে কোন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানই এবার এ-প্লাস অর্জন করতে পারেনি। এসএসসিতে উপজেলার মধ্যে সর্বোচ্চ ৪০টি এ-প্লাস ও শতভাগ ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল ও ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা।
এসএসসিতে দাসেরবারাজার উচ্চ বিদ্যালয় থেকে ১১জন, বালিকা উচ্চ বিদ্যায়ল থেকে ৭জন, পিসি উচ্চ বিদ্যালয় ও নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক স্কুল থেকে ৫ জন করে, শাহবাজপুর স্কুল এন্ড কলেজ থেকে ৪জন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়, পয়লোয়ানবাড়ী উচ্চ বিদ্যালয় ও ইটাউরী হাজী ইউনুস মিয়া উচ্চ বিদ্যালয় হতে ১জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এদিকে দাখিল পরীক্ষায় ৪৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৯৭জন পাশ করেছে। শতকরা পাশের হার ৬৮। উপজেলার কোন মাদ্রাসাই এবার দাখিলে এ-প্লাস অর্জন করতে পারেনি। শতভাগ ফলাফল অর্জনের ধারাবাহিকতা রক্ষা করেছে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরী আলিম মহিলা মাদ্রাসা।
মন্তব্য করুন