বড়লেখায় কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “পুলিশ ও জনগণের কার্যকর সেতুবন্ধন গড়ে তুলুন” এই স্লোগান বড়লেখা থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে ২৮ জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় ।
এতে বড়লেখা থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্যাহ আল মামুন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, এনাম উদ্দিন, এনাম আহমদ, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, বড়লেখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোপাল দত্ত, সমাজসেবক রহিম উদ্দিন, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম প্রমুখ।
মন্তব্য করুন