বড়লেখায় কলেজছাত্রী অপহরণ মামলার ৫ আসামীর জামিন
আবদুর রব॥ বড়লেখায় কলেজছাত্রী অপহরণ মামলার ৫ আসামী সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নিয়েছে।
২৯ ডিসেম্বর জোরপুর্বক বিয়ের উদ্দেশ্যে আমির উদ্দিন নামে যুবকের নেতৃত্বে স্থানীয় কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে (১৭) অপহরণ করলে অপহৃতার ভাই সালামত আহমদ আমির উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ থানায় মামলা করেন।
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আসামীরা হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বড়লেখা আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট হাসান জামান ৫ আসামীর জামিন মঞ্জুর করেন।
আদালত সুত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামের একাদশ শ্রেণীর ছাত্রীকে (১৭) গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় গ্রামের রোকাই মিয়ার ছেলে আমির উদ্দিন (২৭) অপহরণ করে। এ ঘটনায় অপহৃতার ভাই সালামত আহমদ গত ৫ জানুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমির উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা (জিআর-২/১৭) করেন। ঘটনার প্রায় দেড় মাস পর কলেজছাত্রী অপহরক আমির উদ্দিন, রোকাই মিয়া, ছামির উদ্দিন, সামছ উদ্দিন ও খুসি মিয়া বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত আসামীদের জামিন মঞ্জুর করেন।
বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের সিএসআই নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ৫ আসামীর জামিন মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন