বড়লেখায় কাঠ ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন প্রসঙ্গে বিজিবির বক্তব্য
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার কাঠালতলী বাজার ও দক্ষিণভাগ বাজারে কাঠ ব্যবসায়ীদের বিজিবির কথিত হয়রানীর বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসুচি ও স্মারকলিপি প্রদান সম্বলিত দৈনিক জালালাবাদসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বক্তব্য প্রদান করেছে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন বিয়ানীবাজার।
১৩ আগষ্ট রোববার ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল নেয়ামুল কবিরের পক্ষে সহকারী পরিচালক মো. হারুন অর রশীদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ১০ ও ১১ আগস্ট দৈনিক জালালাবাদসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ‘বড়লেখায় বিজিবির হয়রানি বন্ধের দাবি কাঠ ব্যবসায়ীদের’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সঠিক নয়। এ সংবাদের প্রেক্ষিতে বিজিবির বক্তব্য হলো এলাকার জনসাধারনের নামে এক শ্রেণীর অসাধু কাঠ ব্যবসায়ী কর্তৃক মানববন্ধনে বন আইন-২০১১ অনুসরন না করে জনগন ও প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে। বাংলাদেশ গেজেট ০৭ মে ২০১১ মোতাবেক বন বিভাগের ফ্রি লাইসেন্স ব্যতীত মৌলভীবাজার ও সিলেটসহ১দেশের ২২ টি জেলার বে-সরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন ভূমি হতে কোন বনজদ্রব্য আহরণ করা যাবে না। স্থানীয় চেয়ারম্যানের সনদপত্র দেয়ার আইনগত কোন ভিত্তি নাই। বিজিবির পক্ষ হতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোন ধরণের হয়রানি করা হচ্ছে না। সরকার প্রণীত আইনের আলোকেই বিজিবি সদস্যরা তাদের কার্যক্রম গ্রহন করছে।
মন্তব্য করুন