বড়লেখায় কাতার প্রবাসী সংস্থার উদ্যোগে ২ দিনব্যাপি ইসলামী প্রতিযোগিতা সম্পন্ন

August 25, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদিয়া টাইটেল মাদ্রাসায় কাতার প্রবাসী আল ইহসান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২ দিন ব্যাপি ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা ২৫ আগষ্ট শুক্রবার সম্পন্ন হয়েছে। পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন মুফতি রশিদুর রহমান ফারুক (বরুনী)। বিশেষ অতিথি ছিলেন কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী লোকমান আহমদ।
উপজেলার বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর শতাধিক শিক্ষার্থী হিফজুল কোরআন, ক্বেরাত ও ইসলামী সঙ্গীত বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রত্যেক বিভাগ থেকে বিজয়ী তিনজন প্রতিযোগীকে পুরস্কার স্বরূপ প্রাইজমানি ও সনদপত্র প্রদান করা হয়েছে।

হাফেজ খলিলুর রহমান শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, দক্ষিণভাগ মোহাম্মদিয়া টাইটেল মাদ্রাসার মুহতামিম কাওছার আহমদ, কাতারস্থ আল ইহসান সমাজ কল্যাণ সংস্থার দায়িত্বশীল প্রবাসী জমির উদ্দিন, ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, মাওলানা মোহাম্মদ আনছার আহমদ মাজহারী প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com