বড়লেখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬২জন শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

June 15, 2017,

বিশেষ প্রতিনিধি॥ বড়লেখায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬২ জন শিক্ষার্থীদের মাঝে চেকগুলো বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে ২০ জন দরিদ্র ব্যক্তির প্রত্যেককে পান ও লেবু চাষের জন্য ৫ হাজার টাকা করে ১ লাখ টাকা এবং গারো উন্নয়ন সংস্থাকে একটি সিএনজি চালিত অটোরিকশা দেয়া হয়।
১৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগের সিনিয়র-সহ সভাপতি ডা. প্রণয় কুমার দে, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, বেরেঙ্গা পান পুঞ্জির গারো উন্নয়ন সংস্থার সদস্য পলা সাজং প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com