বড়লেখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬২জন শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি
বিশেষ প্রতিনিধি॥ বড়লেখায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬২ জন শিক্ষার্থীদের মাঝে চেকগুলো বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে ২০ জন দরিদ্র ব্যক্তির প্রত্যেককে পান ও লেবু চাষের জন্য ৫ হাজার টাকা করে ১ লাখ টাকা এবং গারো উন্নয়ন সংস্থাকে একটি সিএনজি চালিত অটোরিকশা দেয়া হয়।
১৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগের সিনিয়র-সহ সভাপতি ডা. প্রণয় কুমার দে, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, বেরেঙ্গা পান পুঞ্জির গারো উন্নয়ন সংস্থার সদস্য পলা সাজং প্রমুখ।
মন্তব্য করুন