বড়লেখায় গাছ চোরদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৩

August 19, 2017,

আব্দুর রব॥ বড়লেখায় রিজার্ভ ফরেস্ট থেকে চুরি করে কেটে নেয়া গাছ-কাঠ আটক করতে গিয়ে শুক্রবার বিকেলে সঙ্গবদ্ধ গাছ চোরদের হামলায় বন কর্মকর্তা শেখর রঞ্জন দাসসহ ৩ বন কর্মচারী আহত হয়েছে। আটক কাঠ ছিনিয়ে নিয়ে কাঠ চোররা তাদের প্রাণ নাশের চেষ্টা চালালে বন কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করেছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আহত বন কর্মকর্তা-কর্মচারী, বিজিবি ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, পাথারিয়া রিজার্ভ ফরেস্টের উত্তর ডিমাই এলাকায় ১৯৯০ সালের সৃজিত দীর্ঘমেয়াদী বাগানের পাশ থেকে শুক্রবার সকালে ব্যাপক গাছ কেটে নেয় সঙ্গবদ্ধ গাছ চোররা। খবর পেয়ে বিকেলে বড়লেখা সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বন প্রহরী আক্রামুল ইসলাম ও সুলতানুল ইসলাম আক্তারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল গিয়ে চোরাই কাঠভর্তি ৩টি ট্রাক্টর দেখতে পেয়ে তা জব্দ করেন। জব্দ কাঠ ও ট্রাক্টর নিয়ে ফেরার সময় স্থানীয় গাছচোর কুটুমনা, রাজ্জাক, রফিক গংরা বন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে ট্রাক্টরগুলো ছিনিয়ে নেয়। প্রাণ নাশের উদ্দেশ্যে তাদেরকে ধাওয়া করলে স্থানীয় বোবারথল বিজিবি ক্যাম্পের সহায়তায় তারা ভিতরে ঢুকে আত্মরক্ষা করেন। গাছচোরদের হামলায় বন কর্মকর্তা শেখর রঞ্জন দাস, বন প্রহরী আক্রামুল ইসলাম ও সুলতানুল ইসলাম আক্তার আহত হন।
সহযোগী বন কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, রির্জাভ ফরেস্ট থেকে জ্বালানি কাঠ ও গাছ চুরির সংবাদ পেয়ে প্রায় ৫০ হাজার টাকার জ্বলানি কাঠ ও গাছ জব্দ করি। পরে জ্বালানি কাঠ ও গাছ নিয়ে ফেরার পথে চোররা আমাদের উপর
হামলা চালায়। বিজিবি ও পুলিশ আমাদের উদ্ধার করেছে। ঘটনাটি ইউএনও স্যারকে
জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে মামলা করা হবে।
খবর পেয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দেবদুলাল ধর ঘটনাস্থলে পৌছে আহত বন কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করেন।
ওসি দেবদুলাল ধর জানান, বোবারথল বিজিবি ক্যাম্পের সদস্যদের সহায়তায় আহত বন কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করা হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com