বড়লেখায় গ্রাম আদালত সক্রিয়করণ ও সচেনতা বৃদ্ধি বিষয়ক সভা
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মুখ্য অংশীজনদের ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব¬াস্ট) এ সভার আয়োজন করে। উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ১০ ইউনিয়ন পরিষদ ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবৃন্দ, প্রকল্পের সহযোগি সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব¬াস্ট) এর আদালত সহকারীবৃন্দ এবং ইউএনডিপি প্রতিনিধিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
ইউএনও মোহাম্মদ সোহেল মাহমুদের সভাপতিত্বে ও আমজাদ হোসনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান, লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের জেলা সমন্বয়কারী একেএম মাহাতাব ঊদ্দীন, মাহবুবুল আলম, উপজেলা সমন্বয়কারী রনজিৎ কুমার সেন প্রমূখ।
মন্তব্য করুন