বড়লেখায় চা বাগানের মালামাল চুরির প্রতিবাদ করায় গাড়ী চালককে হত্যার চেষ্টা
আব্দুর রব॥ বড়লেখার সাবাজপুর চা বাগানের জেনারেল ম্যানেজারের গাড়ী চালক দিলীপ কর্মকার বাগানের সহকারী ব্যবস্থাপক, টিলা হেডক্লার্কসহ ভাড়াটিয়া সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়েছেন। বাগানের বিভিন্ন মালামাল চুরি ও ক্ষতি সাধনের প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। গুরুতর আহত গাড়ী চালক দিলীপ ২২ দিন হাসপাতালে মৃত্যূর সাথে পাঞ্জা লড়ে কিছুটা সুস্থ্য হয়ে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে হামলাকারী পাঁচজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে পিটিশন মামলা রুজু করেছেন। আদালত আসামীদের বিরুদ্ধে এফআইআর করতে থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।
আদালত সুত্রে জানা গেছে, দিলীপ কর্মকার স্কয়ার গ্রুপের মালিকানাধীন বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সাবাজপুর চা বাগানের জেনারেল ম্যানেজার আলী আহমদের গাড়ী চালক পদে প্রায় ১০ বছর ধরে কর্মরত। বাগানের বিভিন্ন মালামাল চুরি ও ক্ষতিসাধনের প্রতিবাদ করায় সহকারী ব্যবস্থাপক তামিম আহমদ, টিলা হেডক্লার্ক ফরিদুল আমীন, হবিব আলী, জামাল আহমদ গংদের সাথে মনোমালিন্য চলছিল। এর জের ধরে ১৭ নভেম্বর রাত সাড়ে এগারোটায় গাড়ী চালক দিলীপ কর্মকার জেনারেল ম্যানেজারের বাংলোয় গাড়ী রেখে স্টাফ কোয়ার্টারে যাচ্ছিলেন।কোয়ার্টারের সামনে আসা মাত্র পুর্বপরিকল্পিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে জামাল আহমদ, ফরিদুল আমীন, হবিব আলী, তামিম আহমদ গংরা ধারালো খাসিয়া দা দিয়ে মাতাসহ শরীরের বিভিন্ন অংশে কোপ দিলে দিলীপ কর্মকার মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার ঘটনায় আহত গাড়ী চালক দিলীপ কর্মকার বৃহস্পতিবার বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে হামলাকারীদের বিরুদ্ধে পিটিশন মামলা রুজু করেন।
আদালতের সহকারী আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত সাবাজপুর চা বাগানের সহকারী ম্যানেজার, টিলা হেডক্লার্কসহ পাঁচজনের বিরুদ্ধে গাড়ী চালক দিলীপ কর্মকারের হত্যা চেষ্টা মামলা রুজুর সত্যতা স্বীকার করে জানান, বিজ্ঞ আদালত পিটিশন মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে এফআইআর দাখিল করতে থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন