বড়লেখায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৩তম জন্মাষ্টমী উপলক্ষে ১৪ আগষ্ট সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম পরিচালনা কমিটি, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা এ শোভাযাত্রার আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহাল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের পাখিয়ালাস্থ শ্রীশ্রী উদ্ধব ঠাকুরের আশ্রমে গিয়ে পুনরায় আদিত্যের মহালে প্রত্যাবর্তন করে। জন্মাষ্টমীর শোভাযাত্রায় বসুদেব বেশে সেজেছেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দত্ত।
শোভাযাত্রায় উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নগেন্দ্র চন্দ্র দেবনাথ, পুজা উদ্যাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস, সম্পাদক রঞ্জিত কুমার পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক প্রকৃতি চৌধুরী, গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের সম্পাদক রানা কান্ত চন্দসহ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সনাতন সম্প্রদায়ের শিশু, নারী-পুরুষ শ্রীকৃষ্ণের প্রতিকৃতি হাতে সংকীর্তন সহকারে অংশ নেয়।
মন্তব্য করুন