বড়লেখায় ঝড়বৃষ্টি ও শিলায় ব্যাপক ক্ষতি : সহস্রাধিক ঘরবাড়ির চালায় ছিদ্র
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় শুক্রবার রাতের ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন গ্রামের সহস্রাধিক ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে কয়েকশ’ মাটির ঘর। শিলায় ঘরের চালায় বড় বড় ছিদ্রের সৃষ্টি হওয়ায় অনেকেই বৃষ্টিতে ভিজে জীবন যাপন করছেন। ঝড়ে গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ লাইন ল-ভন্ড হয়ে গেছে।
জানা গেছে, ৫ মে শুক্রবার মধ্যরাতে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি দেখা দেয়। ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি ও বড় বড় শিলা পড়তে থাকে। শিলায় ঘরের চালা ছিদ্র হয়ে বৃষ্টির পানি ঢুকতে থাকে। বৃষ্টির পানি পড়ে মাটির দেয়ার বিধ্বস্ত হতে থাকে। ঘুর্ণিঝড় আর শিলাবৃষ্টিতে ঘরের চালায় ছিদ্র ও চালা উপড়ে পড়ায় অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছেন।
সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ দ. ইউপির কাশেমনগর, গুচ্ছগ্রাম, হাকাইতি, পুর্ব হাতলিয়া, পুটাডহর, পেনাগুল, রাঙাউটি, সুজানগর ইউনিয়নের দশঘরি, বাড্ডা, সালদিগা, রাঙিনগর, পাটনা, কটালপুরসহ বিভিন্ন গ্রামের সহস্রাধিক ঘরবাড়ি ঝড়ে ও শিলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। কাশেমনগর গ্রামের আব্দুল বারি, লস্কর আলী, আব্দুল জব্বার, সরাফত আলী, হাজী জমির আলী, মজির উদ্দিন, খালেদ আহমদ প্রমূখ জানান, রাত বারটার দিকে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। দ্রুত গতির শিলা পড়ে টিনের চালায় বড় বড় ছিদ্রের সৃষ্টি হয়। গ্রামের অন্তত দুইশ’ পরিবারের টিনের চাল ঝাঝরা হয়ে গেছে। বৃষ্টির পানিতে অনেকের মাটির ঘরের দেয়াল ধ্বসতে শুরু করেছে। দরিদ্র এলাকার হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি ক্ষয়ক্ষতি করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করতে বলা হয়েছে।
মন্তব্য করুন