বড়লেখায় টিলার মাটি পরিবহনের দায়ে ট্রাক চালক ও মালিকের জরিমানা

October 29, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে পাহাড়-টিলা কেটে মাটি পরিবহনের অপরাধে ভ্রাম্যমান আদালত ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে একটি ট্রাকের চালক খোকন মিয়া ও গাড়ির মালিক মাসুক আহমদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন ট্রাক চালক ও গাড়ির মালিককে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইন অমান্য করে পাহাড়-টিলার মাটি পরিবহনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(চ) ধারায় দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com