বড়লেখায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

December 31, 2016,

বিশেষ প্রতিনিধি॥ বড়লেখায় ট্রাক্টর চাপায় জুয়েল আহমদ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে আদিত্যের মহাল এলাকার নুনু মিয়ার ছেলে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের রেললাইন আউট সিগন্যাল এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় জানায়, দরগাবাজার এলাকার ফারুক আহমদের মালিকানাধীন ট্রাক্টরটি পানি দিয়ে পরিষ্কার করতে আদিত্যের মহাল এলাকায় নিয়ে যায়। ট্রাক্টর ধুয়ে পরিষ্কার করে ফেরার পথে বেপরোয়া গতিতে চালক ট্রাক্টরটি চালিয়ে আসছিল। এসময় জুয়েল রেললাইন আউট সিগন্যাল এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক্টর চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে ও ঘাতক চালক পলাতক রয়েছে। বড়লেখা থানার উপ-পুলিশ পরিদর্শক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com