বড়লেখায় তারাবি নামাজ থেকে ধরে নিয়ে কুপিয়ে আহত যুবকের অবস্থা আশংকাজনক

May 31, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় স্থানীয় ওয়ার্ড মেম্বারের পোষা সন্ত্রাসীর চাপাতি ও গুলির আঘাতে গুরুতর আহমদ যুবক মিছবাউল হকের অবস্থা আশংকাজনক। রোববার রাতে তারাবি নামাজ থেকে ধরে নিয়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে আহত করে। রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের মধ্যডিমাই গ্রামের বেনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী, হাসপাতালসহ একাধিক সূত্র জানায়, সদর ইউপির ওয়ার্ড মেম্বার সিরাজ উদ্দিনের ঘনিষ্ট কামরুল গংদের সাথে বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বেনু মিয়ার ছেলে মিছবাউল হকের (৩০) ঝগড়া হয়। এর জেরে তারাবির নামাজ থেকে মেম্বারের লোকজন মিছবাউলকে ধরে মসজিদের পাশে ব্রিজের নিচে নিয়ে পায়ে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
আহত মিছবাউল হকের বাবা বেনু মিয়া অভিযোগ করেন বিদ্যুতের খুঁটি নিয়ে বিরোধের জের ধরে সিরাজ মেম্বারের পোষা সন্ত্রাসীরা খুন করার উদ্দেশ্যে তার ছেলের উপর হামলা চালিয়েছে। তার ছেলের অবস্থা আশংকাজনক।
ওসি সহিদুর রহমানের পক্ষে এসআই অমিতাভ দাস তালুকদার জানান, বিষয়টি থানা পুলিশের জানা নেই। কেউ থানায় অভিযোগ দেয়নি।
ইউপি মেম্বার সিরাজ উদ্দিন জানান, ছেলেটি খুবই উশৃঙ্খল। গ্রামের মুরব্বিদের সাথে চরম বেয়াদবি করায় প্রত্যক্ষদর্শী যুবকরা তাকে মারধর করেছে। এর সাথে তার কোন সম্পৃক্ততা নেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com