বড়লেখায় তিন ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি শুরু হয়নি
আব্দুর রব॥ বড়লেখায় তিন ইউনিয়নে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি এখনও শুরু হয়নি।
২৩ সেপ্টেম্বর থেকে চাল বিক্রির সরকারী নির্দেশনা থাকলেও ১১ অক্টোবর মঙ্গলবার এ উপজেলায় চাল বিক্রি শুরু হয়। উপকারভোগী সিলেকশনে ইউনিয়ন কমিটির অবহেলায় তালিমপুর, নিজ বাহাদুরপুর ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কয়েক হাজার অতি দরিদ্র নারী-পুরুষ সরকার নির্ধারিত মূল্যে চাল ক্রয় থেকে বঞ্চিত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, খাদ্য অধিদপ্তরের উদ্যোগে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে অতি দরিদ্রদের মাঝে চাল বিক্রির জন্য ৭ সেপ্টেম্বর বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে ২০ জন ডিলার নিয়োগ করা হয়। উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নে জামাল উদ্দিন ও তোফায়েল আহমদ, তালিমপুর ইউনিয়নে রূপম কান্ত দাস ও নাজমুল আবেদীন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে মইজ উদ্দিন ও রেদওয়ান আহমদ চাল বিক্রির ডিলার নিযুক্ত হন। অভিযোগ উঠেছে এ তিন ইউনিয়নের উপকারভোগী সিলেকশন ও তালিকার আনুসাঙ্গিক কর্ম সম্পাদনে ইউনিয়ন কমিটির অবহেলায় অতি দরিদ্ররা চাল ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা খাদ্য পরিদর্শক সালেহ আহমদ জানান, উপকারভোগীদের কার্ড ও তালিকার নানা তথ্য অসম্পুর্ন থাকায় সেগুলো ইউনিয়ন কমিটিতে ফেরৎ পাঠানো হয়েছে। সঠিক হয়ে আসলে রোববার-সোমবারের মধ্যে তালিমপুর, নিজ বাহাদুরপুর ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে অতি দরিদ্রদের মাঝে চাল বিক্রি শুরু করা যাবে।
মন্তব্য করুন