বড়লেখায় দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ
বিশেষ প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসার শতাধিক দরিদ্র শিক্ষার্থীকে ৩০ ডিসেম্বর শুক্রবার মরিয়ম পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড কুষ্টিয়া’র জেনারেল ম্যানেজার (সেলস) ও সাবেক সংসদ সদস্য আ’লীগের বর্ষিয়ান নেতা এবিএম তালেব আলীর সহোদর কায়সার রশীদের অর্থায়নে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ ছাড়াও কায়সার রশীদের সহযোগিতায় এ মাদ্রাসায় দুই বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রাক্তন ইউপি মেম্বার ছয়েফ উদ্দিনের সভাপতিত্বে ও মুহতামিম হাফেজ হারিছ উদ্দীনের পরিচালনায় মাদ্রাসা হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মরিয়ম পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড কুষ্টিয়া’র জেনারেল ম্যানেজার (সেলস) কায়সার রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ইউপি চেয়ারম্যান এলাকার প্রবীণ মুরব্বি এবং প্রধান অতিথি কায়সার রশীদের বাবা খুরশিদ আলী, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদ মুক্তা, আলাউদ্দিন, সাবেক সরকারী কর্মকর্তা আব্দুর রুপ বলাই, সমাজসেবক রিয়াজ উদ্দিন, আব্দুল মুছব্বির, হারিছ আলী খাঁ, চেরাগ আলী, মাওলানা বদরুল ইসলাম, মুজিবুর রহমান, হেলাল উদ্দিন, বদরুল ইসলাম লুকুজ, হাফেজ আলী আহমদ, নাজমুল ইসলাম প্রমূখ।
মন্তব্য করুন