বড়লেখায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ১২০০ জনকে আসামী করে পুলিশ অ্যাসল্ট মামলা
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরশহরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় দুই গ্রামের ৪২ জনের নাম উল্লেখ ও ১২০০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। মামলাটি করেছেন থানার এসআই মেহেদি হাসান। এ মামলায় তাজ উদ্দিন নামে এক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, রোববার ৩ জুলাই পৌর শহরে জনৈক অটোরিকশা চালক কর্তৃক ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদকে লাঞ্জিত করার ঘটনার জের ধরে জফরপুর-গঙ্গারজল ও ইয়াকুব নগর গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৫০ ব্যক্তি আহত হন। পুলিশ আহতের ঘটনায় উভয় পক্ষের ৪২ জনের নাম উল্লেখ ও ১০০০-১২০০ জনকে অজ্ঞাত আসামী করে রাতেই থানায় পুলিশ অ্যাসল্ট মামলা করেন এসআই মেহেদি হাসান।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জ্মান জানান, পুলিশ অ্যাসল্ট মামলার এক আসামীকে সোমবার সকালে পুলিশ গ্রেফতার করেছে।
মন্তব্য করুন