বড়লেখায় নলকুপ সেলাই মেশিন ও বন্যার্তদের ত্রাণ বিতরণ

August 12, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দাসেরবাজার ও বর্নি ইউনিয়নের সাড়ে ৬শ’ বন্যা দুর্গত দুস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি, টিউবওয়েল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 ১১ আগষ্ট শুক্রবার দাসেরবাজার ইউপি হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। স্যোসাল এজেন্সী ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (সাওয়াব) এর অর্থায়নে এবং জালালাবাদ ফাউন্ডেশনের সহযোগিতায় বন্যার্তদের ত্রাণসামগ্রি বিতরণ করা হয়। জালালাবাদ ফাউন্ডেশন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্রদের মধ্যে শেলো টিউবওয়েল এবং সেলাই মেশিন বিতরণ করেছে।

দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিনের সভাপতিত্বে ও জালালাবাদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক সাংবাদিক আব্দুর রব এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এনাম আহমদ, সাওয়াবের সমন্বয়কারী এসএম ইমদাদুল ইসলাম, আ’লীগ নেতা ইরেশ চক্রবর্তী, রাখাল চক্রবর্তী, ইউপি মেম্বার রুহুল আমিন বাহার, সমাজসেবক আব্দুর রহিম নজরুল, সাবেক ইউপি মেম্বার আব্দুস শুকুর, আ’লীগ নেতা সেলিম উদ্দিন, যুবলীগ নেতা জিয়াউর রহমান, সুভাষ চন্দ্র দাস, জালালাবাদ ফাউন্ডেশনের ফিল্ড অফিসার তারেক আহমদ প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com