বড়লেখায় ‘নাগরী লিপির নবযাত্রা’ প্রদর্শনী ও মতবিনিময়

October 22, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা ডিগ্রি কলেজ হলরুলমে ২২ অক্টোবর  রোববার ‘সিলেটী নাগরী লিপির নবযাত্রা’ প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘নাগরী লিপির গ্রন্থ সম্ভার’ এর সম্পাদক ও প্রকাশক উৎস প্রকাশনের স্বত্বাধিকারী মোস্তফা সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, জুড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাংবাদিক লিটন শরীফ, পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেন, ‘নাগরী লিপি কেবল সিলেট অঞ্চলকে নয়, পুরো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। সিলটি নাগরী লিপির চর্চা, ব্যবহার এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং এর প্রচার ও প্রসারে আরো গুরুত্ব দেয়া প্রয়োজন।’

বিশেষ অতিথির বক্তব্যে মোস্তফা সেলিম বলেন, ‘বাংলা ভাষার বর্ণমালার পাশাপাশি আমাদের অত্যন্ত সহজ নাগরী লিপি রয়েছে। নাগরি লিপি সিলেটের ঐতিহ্যবাহী ভাষা। যেটি আমাদের সাহিত্য ও ভাষাকে সমৃদ্ধ করেছে। এটাকে ধরে রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।’

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com