বড়লেখায় পরিবহন ধর্মঘটে চরম জনভোগান্তি : প্রত্যাহারে স্বস্তি
আব্দুর রব॥ বড়লেখায় ১ মার্চ বুধবারের পরিবহন ধর্মঘটে চরম জনভোগান্তির সৃষ্টি হয়। ভোর থেকে পরিবহন শ্রমিকরা বিভিন্ন পয়েন্টে গাড়ি অবরোধ ও পিকেটিং শুরু করে। এতে চরম দুর্ভোগে পড়েন দুর দুরান্তের শ্রমজীবি মানুষ, সরকারী ও বে-সরকারী চাকুরীজীবিরা। তারা বিভিন্ন পয়েন্টে আটকা পড়েন। অনেকে ৫-৭ কিলোমিটার পায়ে হেটে কর্মস্থলে পৌছেন। পরিস্থিতি সমাধানে ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন দুপুর বারটায় পরিবহন শ্রমিক নেতা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তার কার্যালয়ে বৈঠক করেন। তবে বিকেল তিনটার দিকে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের খবরে স্বস্তি নেমে আসে।
সরেজমিনে সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে বড়লেখা কার্যত অচল হয়ে পড়তে দেখা গেছে। রিকশা পর্যন্ত চলতে না দেয়ায় জনভোগান্তি সীমাহীন আকার ধারণ করে। সাধারণ যাত্রীরা পড়েন মহা দুর্ভোগে। উপজেলা সদরের উত্তর চৌমুহনী, উত্তরবাজার, মধ্যবাজার, দক্ষিণবাজার, পাখিয়ালা চৌমুহনী, কাঁঠালতলী, রতুলী, দক্ষিণভাগ, সুজানগর, দাসেরবাজার, চান্দগ্রামবাজার ঘুরে পরিবহন শ্রমিকদের রাস্তা অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করতে দেখা গেছে। তবে অবরোধ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা ট্রাক-ট্যাংক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুর রহমান খলকু ও শ্রমিক নেতা শাহিন আহমদ বিকেল ৩টায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘কেন্দ্র থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত আসায় বড়লেখায় তা প্রত্যাহার করা হয়েছে।’
মন্তব্য করুন