বড়লেখায় পাওনা টাকা চাওয়ায় হামলা প্রাণনাশের হুমকি : ভাবী গ্রেফতার
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় স্বামীর জমি বিক্রির ৩ লাখ টাকা ধার দিয়ে ৬ মাস পর পাওনা টাকা ফেরৎ চাওয়ায় ভাই-ভাবীর হামলায় গুরুতর আহত হয়েছে ছোটবোন সুলতা রাণী বিশ্বাস। থানায় মামলা করায় বাদী-স্বাক্ষীদের প্রাণনামের হুমকি দিচ্ছে রণজিত গংরা।
৩ আগষ্ট বৃহস্পতিবার রাতে পুলিশ আহতের ভাবী দৈবকি রাণী বিশ্বাসকে গ্রেফতার করেছে। অভিযোগ রয়েছে স্থানীয় ওয়ার্ড মেম্বার সাহীন আহমদের আশ্রয়-প্রশ্রয়ে রণজিৎ বেপরোয়া হয়ে উঠেছে।
জানা গেছে, উপজেলা বর্নি ইউনিয়নের পানিশাইল গ্রামের মৃত কুলেন্দ্র বিশ্বাসের স্ত্রী সুলতা রাণী বিশ্বাস প্রায় ৬ মাস পূর্বে পারিবারিক প্রয়োজনে স্বামীর জমি বিক্রি করেন। বড়ভাই রণজিৎ বিশ্বাস মেয়ে পলিতা রাণী বিশ্বাসের বিয়ের জন্য ৩ মাসের মধ্যে ফেরৎ দেয়ার শর্তে ছোটবোনের কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেন। প্রায় ৬ মাস পর গত বুধবার সুলতা রাণী আহমদপুর গ্রামে বাবার বাড়িতে গিয়ে ভাইয়ের কাছে পাওনা টাকা ফেরৎ চান। এসময় ভাই রণজিৎ বিশ্বাস, ভাবী দৈবকি রাণী বিশ্বাস গংরা সঙ্গবদ্ধভাবে সুলতা রাণী বিশ্বাসের উপর হামলা চালায়। রণজিৎ প্রাণনাশের উদ্দেশ্যে দা দিয়ে কোপ দিলে সুলতার বামপাতে মারাত্মক জখম হয়। পরে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি বড়ভাই রণজিৎ বিশ্বাসসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
আহত সুলতা রাণী বিশ্বাস জানান, মামলা করায় আসামীরা তাকে ও স্বাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে। এলাকাবাসী প্রধান আসামীকে আটক করে স্থানীয় ইউপি মেম্বার সাহিন আহমদের নিকট সোপর্দ করে থানায় খবর দেন। কিন্তু পুলিশ যাওয়ার আগেই সাহীন মেম্বার তাকে ছেড়ে দেয়।
বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই অমিতাভ দাস তালুকদার জানান, আসামীদের গ্রেফতারের জন্য তিনি অভিযান চালান। প্রধান আসামী পালিয়ে গেলেও দুই নম্বর আসামী দৈবকি রাণী বিশ্বাসকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন