বড়লেখায় পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন কাঙ্খিত লক্ষ্য অর্জনে শেখ হাসিনাকে ক্ষমতায় ধরে রাখতে হবে-হুইপ শাহাব উদ্দিন
আব্দুর রব॥ জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি বলেছেন, আ’লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ নি¤œ আয়ের দেশে পরিনত হয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত হওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। দেশের কাঙ্খিত লক্ষ্য অর্জনে শেখ হাসিনাকে ক্ষমতায় ধরে রাখতে হবে।
তিনি ৫ মে শুক্রবার রাতে বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা ৭নং খাসিয়া পুঞ্জির ৬১ আদিবাসী খাসিয়া পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আ’লীগ সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের উৎপাদন ৩২০০ মেঘাওয়াট থেকে ১৬ হাজার মেঘাওয়াটে উন্নীত করেছে। ২০১৮ সালে ২৪ হাজার ও ২০৪১ সালে ৭০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে। ২০১৮ সালের মধ্যে বড়লেখা ও জুড়ী উপজেলার একটি ঘরও বিদ্যুৎহীন থাকবে না।
মাধব পানপুঞ্জির মন্ত্রী (হেডম্যান) ওয়ানবর এল.গিরির সভাপতিত্বে এবং যুবলীগ নেতা এম সামছুল হক ও মুজিবুর রহমান জয়নালের পরিচালনায় স্থানীয় আ’লীগ আয়োজিত বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভুমি) সমীর বিশ্বাস, থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর, পল্লী বিদুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, এলাকা পরিচালক রনজিত কুমার দাস, হুইপের ব্যক্তিগত সহকারী কবিরুজ্জামান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছমির উদ্দিন, আ’লীগ নেতা সুব্রত কুমার দাস শিমুল, আমির উদ্দিন, আবুল কালাম, প্রধান শিক্ষক আপ্তাব আলী, যুবলীগ নেতা সাহাব উদ্দিন ময়ষট্টি, ডেভিট পাপাং, খায়রুল ইসলাম, ইলিয়াস বারে প্রমূখ।
মন্তব্য করুন