মৌলভীবাজারের বড়লেখায় পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু
হোসাইন আহমদ॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মধ্য ডিমাই গ্রামে পাহাড় ধসে মাটি চাপা পড়ে আফিয়া বেগম ও তার মেয়ে ফাহমিদা বেগমের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে তিনটার দিকে টানা বর্ষণ চলাকালে পাহাড় ধসে ঘরের উপর পড়লে তারা মাটি চাপা পড়েন। সকাল সাড়ে ৬টায় এলাকাবাসী খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করেন। নিহতরা বড়লেখা সদর ইউনিয়নের মধ্যডিমাই গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ও মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার রাতের টানা বর্ষণ আর আকস্মিক পাহাড়ি ঢলে মধ্যডিমাই (বতাউরা) গ্রামের মৃত আব্দুস সাত্তারের বসত ঘরে পাহাড় ধসে পড়ে। এতে তার স্ত্রী আফিয়া বেগম ও স্কুল পড়–য়া মেয়ে ফাহমিদা বেগম (১৩) মাটি চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।
১৮ জুন রোববার সকাল সাড়ে ৬টায় এলাকাবাসী মাটি চাপা অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার করেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঐ এলাকায় আরও বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আরও কয়েকটি ঘরও বিদ্ধস্ত হয়েছে।
স্থানীয়রা আরও জানান, কয়েক দিনের টানা বর্ষণে এলাকার অসংখ্য বাড়ি-ঘর ঝুঁকিতে রয়েছে। যে কোন সময় ঘটতে পারে আরও বড় ধরনের দূঘটনা।
মন্তব্য করুন