বড়লেখায় পীরের মাজারের সাইনবোর্ড তুলে নেয়ায় ক্ষোভ
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার ওয়াকফ এস্টেটভুক্ত একটি মাজারের সাইনবোর্ড তুলে নেয়ায় ভক্তদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মাজারের মোতাওয়াল্লী আবুল হোসেন ১৫ ফেব্রুয়ারি বুধবার রাতে থানায় সাধারণ ডায়রি করেছেন।
জানা গেছে, উপজেলার গ্রামতলায় হযরত শাহজালাল (র:) এর অন্যতম সফরসঙ্গী পীর সৈয়দ আবু বকর (র:) এর কবরকে ঘিরে মাজার স্থাপিত হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে লোকজন বিভিন্ন মানত নিয়ে এ মাজারে যান। মুসলমানরা জিয়ারত করতে আসেন। প্রায় সাড়ে ৭শ’ বছরের পুরাতন এ মাজার ও কবরস্থানটি বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসক সম্প্রতি ওয়াক্ফ এস্টেটভুক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করেন। আব্দুল ওহাব বলুকে সভাপতি আবুল হোসেনকে সম্পাদক/মোতাওয়াল্লী এবং মঈন উদ্দিনকে কোষাধ্যক্ষ করে ওয়াক্ফ প্রশাসন ৯ সদস্যের মাজার পরিচালনা কমিটি ঘোষণা করেন। এ কমিটি ওয়াক্ফ সম্পত্তি উল্লেখ করে ৪ ফেব্রুয়ারী মাজারে পাকা ভিতের উপর একটি সাইনবোর্ড স্থাপন করেন। কিন্তু কে বা কাহারা রাতের আধারে লোহার খুঁিট ভেঙ্গে সাইনবোর্ড তুলে নিয়েছে।
মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লী আবুল হোসেন জানান, কে বা কাহারা গত মঙ্গলবার রাতে খুঁটি ভেঙ্গে সাইনবোর্ডটি তুলে নিয়েছে। এতে পীর ভক্তদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সাইনবোর্ড তুলে নেয়ার ঘটনায় বুধবার তিনি থানায় জিডি করেছেন।
বড়লেখা থানার এএসআই দেবাশীষ সুত্রধর জিডির প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করার সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন