বড়লেখায় পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভা

April 13, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধা প্রাপ্তির দাবিতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা পোষণ করে সভা করেছেন বড়লেখা পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আন্দোলনের প্রতি একাত্মতা পোষণ করে বুধবার ১২ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় পৌরসভা মিলনায়তনে পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলুদ হোসেন চৌধুরী।
কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা পোষণ করে সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মো. নূরুল আলম, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, সহ-সভাপতি শুভ্র কান্তি দে, দিলীপ দে, শীলা রানী দে, মো. সমছ উদ্দিন ছমর, মো. শাহাজাহান, হেলাল উদ্দিন দুলু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘আমরা স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের মত সেবা প্রদান করে আসলেও বেতন-ভাতার ক্ষেত্রে বৈষম্যের শিকার। সংবিধানের ৫৯ (১) ও (২) অনুচ্ছেদ এবং স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ অনুযায়ী দায়িত্বাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন এবং নাগরিক সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দেয়ার স্বার্থে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বৈষম্য দূর করে বেতন-ভাতা ও পেনশন সুবিধা প্রবর্তনসহ সরকারের রাজস্ব তহবিল থেকে তা প্রদান করা দাবি জানাচ্ছি। বিষয়টি জরুরী এবং জন-গুরুত্বপূর্ণ বিধায় এ সমস্যার সমাধান কল্পে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com