বড়লেখায় প্রতিপক্ষের হামলায় আহত প্রবাসী আশংকাজনক বিদেশ যাওয়া অনিশ্চিত

July 16, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় পাওনা টাকার জের ধরে দেনাদারের ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত কাতার প্রবাসী শহিদ মিয়া এক সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ছুটিতে দেশে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত প্রবাসীর এখন বিদেশ প্রত্যাগমন অনিশ্চিত হয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামের মৃত রইয়ব আলীর ছেলে কাতার প্রবাসী শহিদ মিয়া (২৯) ৪ বছর পূর্বে পাবিজুরি গ্রামের গিয়াস উদ্দিনকে ১০ হাজার টাকা ধার দেন। দীর্ঘদিন তাগদা করেও টাকা আদায়ে তিনি ব্যর্থ হন। ঈদের পরের দিন (৮ জুলাই) সন্ধ্যার পর দেনাদার গিয়াসের ভাই বিলাল আহমদকে পাওনা টাকার ব্যাপারে কথা বলার এক পর্যায়ে তার নেতৃত্বে ৬ সহযোগী শহিদ মিয়াকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পর বিলাল ধারালো অস্ত্রে গলা কেটে মৃত্যু নিশ্চিত করতে থাকে। এসময় প্রবাসী শহিদের চাচাতো ভাই সাহেদ মিয়া ও আব্দুল কালাম তাকে রক্ষায় এগিয়ে গেলে সাহেদকেও তারা ছুরিকাঘাত করে। প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত প্রবাসী শহিদ মিয়া ও সাহেদ মিয়াকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত প্রবাসীর স্ত্রী পান্না বেগম জানান বিলালের ভাই গিয়াস উদ্দিনের কাছে স্বামীর ১০ হাজার টাকা পওনা ছিল। এর জের ধরে গিয়াসের ভাই বিলাল চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে স্বামীর গলা কাটার চেষ্টা করায় তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় স্বামীর বিদেশ যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রাথমিক তদন্ত করিয়েছেন। ভিকটিমের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় মামলা দিতে বিলম্ব হচ্ছে বলে আহত প্রবাসীর স্ত্রী পুলিশকে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com