বড়লেখায় প্রতিবেশির বিরুদ্ধে আগর ব্যবসায়ীর লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ
আব্দুর রব॥বড়লেখায় প্রতিবেশিদের বিরুদ্ধে ৩৬ বছর পুর্বে ক্রয়কৃত ভুমির ওপর নিজ হাতে লাগানো বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ করেছেন আগর-আতর ব্যবসায়ী হাজী ফারুক আহমদ। অভিযুক্তরা বলেছেন তাদের ক্রয়কৃত ভুমির গাছ তারা কেটেছেন।
উপজেলার সুজানগর ইউনিয়নের চিন্তাপুর গ্রামের আগর-আতর ব্যবসায়ী ফারুক আহমদ অভিযোগ করেন ১৯৮০ সালের ৫ জানুয়ারী তার বাবা মাহমুদ আলী জনৈক নগেন্দ্র চন্দ্র কপালির নিকট থেকে গাংকুল মৌজার ১৭৬২ দাগের ১০৫ শতাংশ ভুমি ৬৭৮ নম্বর দলিলে ক্রয় করেন। ১০-১৫ বছর পূর্বে ফারুক আহমদ এ ভুমিতে আগরসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন।
১৮ অক্টোবর মঙ্গলবার সকালে তার অনুপস্থিতিতে প্রতিবেশি নিরঞ্জন কপালি, অমরঞ্জন কপালি, নিহারঞ্জন কপালি গংরা ৫-৬ জন শ্রমিক নিয়ে লক্ষাধিক টাকার চারটি মেনজিয়াম, মেহেগুনি ও আকাশি গাছ কেটে নেন। এসময় অসংখ্য আগর গাছ বিনষ্ট করা হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার শহিদ আহমদ ও নুর হোসেন জানান, ফারুক আহমদের অভিযোগ পেয়ে ইউপি চেয়ারম্যান নছিব আলীর নির্দেশে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাটা গাছ জব্দ করেছেন।
অভিযুক্ত নিরঞ্জন কপালি, অমরঞ্জন কপালি গংরা জানান, একই দাগের ৩২ শতাংশ ভুমি তাদের ক্রয়কৃত ভুমি। ওই ভুমির গাছই তারা কেটেছেন। ফারুক আহমদের ভুমি ও গাছের মালিকানার দাবী সঠিক নয়।
মন্তব্য করুন