আব্দুর রব॥ বড়লেখায় দায়িত্বভার গ্রহণের প্রথম দিন ১ আগস্ট অফিস করেছেন ৯ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ। দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন প্রবাসী ছোটভাইয়ের মৃত্যুর কারণে প্রথম দিন অফিস করতে পারেননি। এর আগের দিন ৩১ জুলাই রোববার ১০ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সোমবার উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন প্রথমদিন অফিস করেছেন। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, মুফতি নুরুল হক, মুক্তিযোদ্ধা সাইফুর রাজা দুলু, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, আ’লীগ নেতা আব্দুল মোক্তাদির, গোলজার আহমদ, মুবাশ্বির আলী, ইউপি সদস্য হিফজুর রহমান, আলতাফ হোসেন, ফয়জুল হক, রিয়াজ উদ্দিন, সমাজসেবক আশরাফ হোসেন, যুবলীগ নেতা গৌছ উদ্দিন, নাজিম উদ্দিন প্রমুখ। এছাড়াও বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন, দাসেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, দক্ষিভাগ (দ:) ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন প্রথমদিন অফিস করেছেন।
Related
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
মন্তব্য করুন