বড়লেখায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার গাজিটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জায়েদা বেগমের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনসহ নানা অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক সিলেট, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে, অভিযুক্ত শিক্ষিকা জায়েদা বেগম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার গাজিটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জায়েদা বেগম দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নির্যাতন ও ক্লাসে তাদের সাথে অশোভন আচরণ করেন। এতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাঘাত ও বিদ্যালয় বিমুখ হয়ে পড়ছে।
অভিযুক্ত প্রধান শিক্ষিকা জায়েদা বেগম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার গাজিটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জায়েদা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
মন্তব্য করুন