বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

July 19, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় সোমবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে জনতার সহায়তায় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করেছে। এসময় অজ্ঞাত কয়েক ডাকাত পালিয়ে যায়। উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের রতুলিবাজারের পশ্চিমের গ্রামের জনৈক প্রবাসীর বাড়িতে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে সেলিম পেশকার (৩৩), শেখ কামাল (২৩), নুরুল আমিন (১৯), নয়ন দেব (২২), দুলাল মিয়া প্রকাশ আকাশ (২৭) ও সাজু মিয়া (১৯)। এদের গ্রামের বাড়ি দেশের বিভিন্ন জেলায় হলেও তারা বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা (নং-১৬) হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে দক্ষিণভাগ দক্ষিণ ইউপির রতুলি বাজারের পশ্চিমে সোনাপুর গ্রামের প্রবাসী আব্বাস উদ্দিনের বাড়ির সামনে অপরিচিত ১০/১২ জন যুবক সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর ও উপ-পরিদর্শক অমিতাভ দাস তালুকদারের নেতৃত্বে রাত দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে লোহা কাটার মেশিন, একটি চিরাপাঞ্জা, একটি লম্বা দা, ১০ ইঞ্চি একটি চাকু ও দুইটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
ওসি মুহাম্মদ সহিদুর রহমান ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথের কয়েকজন অজ্ঞাত ডাকাত পালিয়ে যায়। এরা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোহাম্মদ আবু ইউছুফ জানান, ডাকাতরা অনেক সময় ভুয়া নাম-ঠিকানা দিয়ে থাকে। এদের সকলের বর্তমান ঠিকানা ঢাকায়। তাই ডিএমপির সাথে যোগাযোগ করে তাদের প্রকৃত নাম ঠিকানা ও স্বজনদের বিষয়ে তথ্য নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com