বড়লেখায় প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণের উচ্ছ্বাসে শুক্রবার বাংলা ১৪২৪ নববর্ষকে বরণ করা হয়। পহেলা বৈশাখের সকালে উপজেলা প্রশাসন, নজরুল একাডেমী, বর্ষবরণ উদ্যাপন পরিষদ কাঁঠালতলী, আর.কে লাইসিয়াম স্কুল, নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়, ষাটমা মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শোভাযাত্রা বের করে। এরপর দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয় বাংলা নববর্ষ।
‘নজরুল একাডেমী’ : নজরুল একাডেমীর বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর উৎসবে মেতেছিলেন সংস্কৃতি প্রেমী মানুষজন। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বর এলাকা থেকে উপজেলা প্রশাসন ও নজরুল একাডেমী শহরে পৃথক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে। শহর এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তন মঞ্চে গিয়ে শেষ হয়। নজরুল একাডেমীর সভাপতি দিপক রঞ্জন নন্দীর সভাপতিত্বে উপদেষ্টা মসরুর আলম চৌধুরী ও পৌরসভার প্যানেল মেয়র তাজউদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, ওসি মুহাম্মদ সহিদুর রহমান, আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, পৌ’রমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, পিআইও আজাদের রহমান, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, নছিব আলী, আ’লীগ নেতা আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, উপাধ্যক্ষ হেলাল উদ্দিন, ডা. দিগেন্দ্র দেব নাথ, লাইসসিয়ামের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, সমাজসেবক নগেন্দ্র চন্দ্র দেব নাথ, এটিইও মো. শহীদুল্লাহ, পার্থ পাল, সাংবাদিক লিটন শরীফ, আব্দুর রব, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সালেহ আহমদ জুয়েল, ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম প্রমুখ।
‘উৎসবে মেতেছিল কাঁঠালতলী’ : বাংলা নববর্ষ ১৪২৪ বরণে উৎসবে মেতে ছিল উপজেলার দক্ষিণভাগ দ. ইউনিয়নের কাঁঠালতলী। শুক্রবার বর্ষবরণ উদ্যাপন পরিষদ কাঁঠালতলী এ অনুষ্ঠানের আয়োজন করে। কাঁঠালতলীতে দিনভর শোভাযাত্রা, বৈশাখি মেলা, বিলুপ্ত প্রায় গ্রামীণ ঐতিহ্যের হাড়িভাঙ্গা, কলাগাছ চড়া, কাবাডি খেলা, নাটিকা, নৃত্যানুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
শোভাযাত্রা শেষে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, কাঁঠালতলী হাইস্কুলের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, ইউপি সদস্য আলতাফ হোসেন, রাসেল আহমদ, নাজিম উদ্দিন, সাইব ইয়াছির তুহিন, তায়েফুর রাজা, কাওছার মির্জা রনি, আমজাদ হোসেন পাপলু, শিমুল চৌধুরী, মোস্তাক আজিজ মান্না, ফয়ছল আহমদ, মুর্শেদ আহমদ, এমদাদুল হক রাব্বি, নুরুল ইসলাম, সাব্বির আহমদ, আবেদ আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।
মন্তব্য করুন