(ভিডিও সহ) বড়লেখায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর

January 15, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় পৌরসভার ৮নং ওয়ার্ডের এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবন নির্মাণে সরকারের ব্যয় হবে ৯৪ লাখ ৮৯ হাজার ৭০১ টাকা।
নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে, প্রধান শিক্ষক মাকছুদুর রহমান ও সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন শান্ত’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
১৫ জানুয়ারী রোববার সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি ডা: প্রণয় কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক ও এপিপি গোপাল দত্ত, অবসরপ্রাপ্ত অধ্যাপক বিধান চন্দ্র দাস, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী, রাহেন পারভেজ রিপন, ভূমিদাতা হাজী আব্দুস সাত্তার, শ্রমিকলীগ নেতা আবুল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com