বড়লেখায় বন্যদুর্গত ১৬০০ দুস্ত পরিবারকে হাজী বদরুল ইসলাম ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বন্যা দুর্গত ১৬০০ দুস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে হাজী বদরুল ইসলাম ফাউন্ডেশন। এক সপ্তাহ থেকে ইউনিয়নের ৯ ওয়ার্ডের বিভিন্ন গ্রামে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম চালানো হয়। এর অংশ হিসেবে ১৬ জুলাইরোববার তেরাকুড়ি, বাঘেরকোনা, কাচলিয়া, ব্রাষ্মণের চক, শেখারীটিলা, উত্তর সুজানগর, নাজিরখা ও সালদিগা গ্রামের ৫৫০ দুস্ত পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, অর্ধলিটার করে সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।
হাজী বদরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান দুবাই প্রবাসী আগর আতর ব্যবসায়ী বদরুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি মেম্বার সহিদ আহদের পরিচালনায় ত্রাণ বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুজানগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বিপুল কান্দি দাস, ইউপি মেম্বার ফরমান আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলাম, ফাউন্ডেশনের সহ-সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারী রেজাউল ইসলাম রেজা, সদস্য মাহবুবুল ইসলাম মেহেদি, ব্যবসায়ী আব্দুস সহিদ, আব্দুর রাজ্জাক, রেজাউল ইসলাম জবলু, আব্দুল মুমিন, নুরুল ইসলাম নুনু, মনসুর আহমদ প্রমূখ।
মন্তব্য করুন