বড়লেখায় বন্যাদুর্গত ১৩২০ পরিবাওে চাল বিতরণ করলেন হুইপ শাহাব উদ্দিন

July 16, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বন্যাদুর্গত ১৩২০ পরিবারের মধ্যে ১৬ জুলাই রোববার ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। উপজেলার তালিমপুর ইউনিয়নে জি.আর প্রকল্পের আওতায় ১০০০ হাজার ও সুজানগর ইউনিয়নে ভিজিএফের আওতায় ৩২০ পরিবারকে এ ত্রাণ সহায়তা দেয়া হয়। পৃথক এসব ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

তালিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাসের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনের সঞ্চালনায় ত্রাণ বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, পিআইও সহকারি মো. রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা ফয়ছল আহমদ, ইউপি সদস্য তাজুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ‘বন্যাদুর্গত প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পেয়েছেন।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com