বড়লেখায় বন্যার্ত ২৫০০ পরিবারে ত্রাণ বিতরণ

July 13, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় দীর্ঘ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩ জুলাই বৃহস্পতিবার, বুধবার ও মঙ্গলবার উপজেলার সুজানগর, দক্ষিণভাগ উত্তর, উত্তর শাহবাজপুর ও তালিমপুর ইউনিয়নে পৃথকভাবে ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাগরণ সমাজ কল্যাণ যুবসংঘ ১৫০ পরিবার, ব্লাড ডোনেট ক্লাব ৩০০ পরিবার ও গতকাল বুধবার সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১ হাজার, জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠুর পক্ষ থেকে ৬০০ ও দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়ন পরিষদের সদস্যদের ব্যক্তিগত তহবিল হতে ১০০, দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ৩৫০ ও মঙ্গলবার ব্লাড ডোনেট ক্লাব ৩০০ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করে।
১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে সমাজসেবী সংগঠন জাগরণ সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে বন্যাদুর্গত সুজানগর, তালিমপুর ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের প্রায় ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ছয়ফুল হক, শরিফুল ইসলাম, আব্দুল মজিদ বাচ্চু, সংঘের সভাপতি শাহরিয়ার জামান খালেদ, সম্পাদক আব্দুল মুকিত ফাহিম, সদস্য ফারুক আহমদ, আমজাদ হোসেন পাপলু, এমদাদুল রাজ্জাক রাব্বি, ফায়েক আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com