বড়লেখায় বন্যার উন্নতি : কমছে পানি বাড়ছে দুর্ভোগ
বড়লেখা প্রতিনিধি॥ হাকালুকি হাওরপাড়ের বড়লেখায় গত ১ সপ্তাহ ধরে বন্যা পরিস্থিতির কখনও অবনতি, অপরিবর্তিত আবার কখনও উন্নতি হয়েছে। তবে ২৪ ঘন্টায় ৬ থেকে ৮ ইঞ্চি পানি কমেছে। রাস্তাঘাট ও বাড়ি ঘর থেকে পানি নামতে শুরু করেছে।
২১ জুন থেকে বন্যার্তদের জন্য বন্যা আশ্রয়কেন্দ্র খোলা শুরু হয়। ক্রমশ অবনতিতে একে একে ১৪টি আশ্রয় কেন্দ্রে দুর্গত ১৮৪ পরিবার আশ্রয় নেন। অনেকে মাসাধিকাল সেখানে বসবাস করেন। বন্যার উন্নতিতে শুক্রবার পর্যন্ত ১১০ পরিবার বাড়ি ফিরেছে। এদিকে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে আবারও ভারী বর্ষন ও পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে জানিয়ে সাম্প্রতিক আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বন্যার্তদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে উপজেলার তালিমপুর, বর্নি, সুজানগর ও দাসেরবাজার ইউনিয়নসহ বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। রাস্তাঘাট-ঘরবাড়ি থেকে পানি সরতে শুরু করায় আশ্রয়কেন্দ্রসহ উঁচুস্থানে আশ্রয় নেয়া লোকজন বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে নি¤œাঞ্চলের অধিকাংশ এলাকার রাস্তাঘাট ও বাড়িঘর এখনো পানির নিচে নিমজ্জিত। এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট চলছে। এছাড়া ডায়রিয়া, আমাশয়, চর্মরোগসহ নানা রোগব্যাধি ছড়িয়ে পড়েছে। রোগব্যাধি মোকাবেলায় মেডিকেল টিম মাঠে কাজ করছে। গত এক সপ্তাহে সিলেট সেনানিবাসের মেডিকেল টিম বড়লেখায় সহ¯্রাধিক দুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করেছে। বন্যাকবলিত এসব এলাকার রাস্তাঘাট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মন্তব্য করুন