বড়লেখায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ডায়রিয়ার প্রার্দুভাব : মেডিক্যাল টিম মাঠে
বড়লেখা প্রতিনিধি॥ হাকালুকি হাওরপারের বড়লেখা উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অনেকের বসতঘরের ভেতর ও নিমজ্জিত রাস্তাঘাটের পানি নামতে শুরু করেছে। দুর্গত এলাকায় ডায়রিয়াসহ পানি বাহিত বিভিন্ন রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। এ পর্যন্ত নারী-শিশুসহ ২৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ৫ জন ভর্তি রয়েছেন। পানিবন্দী মানুষের মধ্যে রোগ বালাই যাতে মারাত্মক আকার ধারণ করতে না পারে সেজন্য ১ জুলাই ১০টি মেডিকেল টিম গঠন করা হয়।
৬ জুলাই বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন হাকালুকি হাওর পারের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন।
জানা গেছে, ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বড়লেখার তালিমপুর, বর্নি ও সুজানগর ইউনিয়নে বন্যা দেখা দেয়। অব্যাহত বৃষ্টিপাতে ইউনিয়নগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হতে থাকে। পরে দাসেরবাজার, দক্ষিণভাগ দক্ষিণ, নিজবাহাদুরপুর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নও প্লাবিত হতে থাকে। উপজেলার প্রতিটি ইউনিয়নে স্থায়ী বন্যা দেখা দেয়। বন্যার অবনতিতে প্রায় ১ লাখ মানুষ গত দেড়মাস ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করেন। এসব দুর্গত মানুষের বন্যাকালিন ও বন্যা পরবর্তী সময়ে পানি বাহিত রোগের প্রার্দুভাব প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগ হাসপাতালে ১টি ও বন্যা আক্রান্ত ৯ ইউনিয়নে ৯টিসহ মোট ১০টি মেডিকেল টিম গঠন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন জানান, একজন উপ-সহকারী মেডিকেল অফিসারের নেতৃত্বে ৩ সদস্যের মেডিকেল টিম বন্যা দুর্গত ইউনিয়নে পানি বাহিত রোগে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে। কিছু ডায়রিয়ার প্রার্দুভাব দেখা দিয়েছে তবে তা নিয়ন্ত্রণে। এছাড়া পর্যাপ্ত ঔষধ মজুত রয়েছে।
মন্তব্য করুন