বড়লেখায় বাদীপক্ষের হুমকি-ধমকিতে জামিনপ্রাপ্ত আসামীরা পালিয়ে বেড়াচ্ছে

November 9, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বাদীপক্ষের হুমকি-ধমকিতে দুইমাস ধরে জামিনপ্রাপ্ত আসামীরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। অতি দরিদ্র পরিবারের উপার্জনের মানুষ পালিয়ে থাকায় আসামীদের মা, স্ত্রী ও সন্তানরা মানবেতর জীবন যাপন করছেন।
৭ নভেম্বর সোমবার সরেজমিনে হাকালুকি হাওরপারের সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামে গিয়ে জানা গেছে, ৮ আগষ্ট গ্রামের কাতার প্রবাসী সহিদ মিয়া পাওনা টাকার জেরে প্রতিপক্ষের হামলায় আহত হন। এঘটনায় তিনি ১১ জনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেন। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের লোকজন জানান, সহিদকে এক ব্যক্তি হামলা করেছে। পুর্ব শত্রুতার জেরে ঘটনায় সম্পৃক্ত নয় এমন অনেক নিরীহ ব্যক্তির বিরুদ্ধে সে মামলা করেছে। সুস্থ হয়ে প্রবাসে চাকরী-বাকরি করছে, অথচ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করছে সে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছে। নানা মিথ্যার আশ্রয় নিয়ে অতি দরিদ্র নিরপরাধ মানুষকে হয়রানী করছে।
মামলার ২নং আসামী আব্দুল মালিকের স্ত্রী সাহানা বেগম অভিযোগ করেন সহিদ মিয়ার মামলায় স্বামী আব্দুল মালিক ২ আগষ্ট আদালতে আত্মসমর্পন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলে প্রেরণ করেন। দীর্ঘদিন হাজত বাসের পর জামিনে বের হলে বাদী সহিদ মিয়া ও তার সাঙ্গপাঙ্গের হুমকি-ধমকিতে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। স্বামী বাড়ি আসতে না পারায় ৫ সন্তান নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। ভয়ে তিনি বাদী সহিদের সাঙ্গপাঙ্গের নাম প্রকাশ করতে রাজি হননি। ৩ নং আসামী ইয়াছিন মিয়ার মা ছফিনা বেগম জানান, ছেলের জামিনের দিন সহিদ মিয়া প্রকাশ্যে কাপনের কাপড় নিয়ে বাড়ি যাওয়ার হুমকি দেয়ায় ছেলে ইয়াছিন আজও বাড়ি যাচ্ছে না। বর্তমানে কারাবন্দী মোহাম্মদ আলী রিপনের মা দুধবানু অভিযোগ করেন ছেলে জেলে যাওয়ার পর থেকে বাদী সহিদের লোকরা ঘরের পাশে এসে অশ্লীল গালিগালাজ ও ভয়ভীতি দেখাচ্ছে। রাতে ঘরে ঢিল মারছে। ভয়ে না ঘুমিয়েই রাত কাটান। এসব বিষয় ওয়ার্ড মেম্বার ও ইউপি চেয়ারম্যানকে জানিয়েছেন।
বাদী সহিদ মিয়া প্রবাস থেকে টেলিফোনে জানান, তিনি ১৪ অক্টোবর কাতারে চলে যান। দেশে থাকতে আসামীদের কাউকে তিনি হুমকি-ধমকি কিংবা ভয়ভীতি দেখাননি। তার কোন সাঙ্গপাঙ্গও নেই। আসামীরা হয়তো অন্য কোন কারনে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। সহিদের চাচাতো ভাই ছায়াদ আলী হুমকির বিষয়টি সঠিক নয় বলে দাবী করেন।
ওয়ার্ড মেম্বার মাসুক আহমদ জানান, জামিনপ্রাপ্ত আসামীদের স্বজনরা বাদীপক্ষের লোকজনের ভয়ভীতি প্রদর্শনের ব্যাপারে সংশ্লিষ্টরা তাকে অভিযোগ করেছেন।
ইউপি চেয়ারম্যান নছিব আলী জানান, আসামীরা অত্যন্ত দরিদ্র। পরিবারের কর্তা ব্যক্তি পালিয়ে থাকায় মা, স্ত্রী ও সন্তানরা মানবেতর জীবন যাপন করছে। বাদী ও তার পক্ষের লোকজনের হুমকির বিষয়টি তিনি মামলার তদন্ত কর্মকর্তাকে জানানোর জন্য তিনি তাদেরকে পরামর্শ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com