বড়লেখায় বাল্যবিয়ে কনের বাবা ও কাজির কারাদন্ড
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বাল্যবিয়ের অপরাধে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার কাজী রফিক উদ্দিনকে ৫ দিনের ও কনের বাবা আব্দুল মালিককে ১ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রোববার ১৬ অক্টোবর সন্ধায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সমির বিশ্বাস।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার চন্ডিনগর গ্রামের আব্দুল মালিক কিশোরী মেয়ে তানজিনা আক্তারের (১৪) বাল্যবিয়ের আয়োজন করেন। জাল কাগজে বাল্যবিয়ে রেজিষ্ট্রেশন করেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার কাজি রফিক উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সমির বিশ্বাস পুলিশ নিয়ে কনের বাবা ও কাজিকে আটক করে ভ্রাম্যমান আদালত চালিয়ে বাল্যবিয়ে নিরোধ আইনের বিশেষ ধারা ১৯২৯ এর ৬ ধারা মতে কনের বাবা আব্দুল মালিককে ১ মাসের ও কাজি রফিক উদ্দিনকে ৫ দিনের কারাদ- প্রদান করেন।
বড়লেখার থানার এসআই জাহাঙ্গীর আলম বাল্যবিয়ের অপরাধে কনের পিতা ও কাজির কারাদ-ের সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন