বড়লেখায় ‘বিজয় মেলা’ বন্ধের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

December 3, 2016,

কুলাউড়া অফিস॥ বড়লেখায় ‘বিজয় মেলা’ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা।
২ ডিসেম্বর শুক্রবার দুপুরে দোকান বন্ধ করে পৌর শহরে বিক্ষোভ মিছিল চলাকালে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান ও পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের মেলার বিষয়ে আলোচনার প্রস্তাব দিলে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেন। এর আগে বৃহস্পতিবার মেলা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ব্যবসায়ীরা স্মারকলিপি প্রদান করেন।
জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর থেকে বড়লেখা সদরের হাজীগঞ্জ বাজার সংলগ্ন রেলওয়ে যুবকসংঘ মাঠে ‘বিজয় মেলা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বড়লেখা সদরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আবুল হোসেন, কামরুল ইসলাম, আলী হোসেন, শাহেদ আহমদ, মীর শামিম জানান, কিছু ব্যক্তি রেলওয়ে যুবকসংঘ মাঠে মেলা বসানোর পাঁয়তারা করছে। গত কয়েকদিন ধরে মাঠে স্টল তৈরীর কাজ চালাচ্ছে। তাদের দাবী, মেলার আয়োজনে স্থানীয় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবেন। এছাড়া সাধারণ মানুষও প্রতারিত হবেন। এ মেলাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও আয়োজকদের মধ্যে সংঘর্ষ ঘটতে পারে বলে তাঁরা জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মেলা বন্ধের দাবীতে ব্যবসায়ীরা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার প্রায় দেড়শ’ ব্যবসায়ীর স্বাক্ষর সম্মলিত স্মারকলিপির অনুলিপি মৌলভীবাজার জেলা প্রশাসক, বড়লেখা উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়র ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদান করা হয়। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান জানান, ব্যবসায়ীরা মেলার ব্যাপারে আলোচনার প্রস্তাবে রাজি হয়ে বিক্ষোভ প্রত্যাহার করে নেন। ইউএনও স্যার ছুটিতে রয়েছেন। স্যার আসার পর মেলার ব্যাপারে আয়োজক ও ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com