বড়লেখায় বিড়ির দাম কমানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ

August 9, 2017,

আব্দুর রব বড়লেখায় বিড়ির দাম কমানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ‘ভবিষ্যতে বাংলাদেশে বিড়ি শিল্প রাখব না’ অর্থমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর ভোক্তা পক্ষ বড়লেখা অঞ্চল এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

৯ আগষ্ট বুধবার বিকেলে বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মহসীন। এতে সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য হাবিবুর রহমান, জমির উদ্দিন, নজির মিয়া, আলম মিয়া, সামছুদ্দিন প্রমুখ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তরা বলেন, ‘বাজেট বিড়ির উপর দাম বাড়ানো এবং সিগারেটের উপরে দাম কমানো হয়েছে। এই বৈষম ্যনীতি দ্রুত প্রত্যহার করতে হবে। বক্তারা বলেন, ‘যদি আমাদের দাবি মেনে না নেয়া হয়, তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।’

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com