বড়লেখায় বৃহত্তর লঘাটি যুবসংঘের কমিটি গঠন সাহাজাহান সভাপতি মস্তুফা সম্পাদক
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দাসেরবাজারের বৃহত্তর লঘাটি যুবসংঘের দুই বছর মেয়াদি ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
২৮ এপ্রিল শুক্রবার রাতে সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিতে সাহাজাহান সিরাজকে সভাপতি ও মস্তুফা উদ্দিনকে সাধারণ সম্পাদক করে এ কমিট গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি তিহাম আহমদ চৌধুরী, ফখরুল ইসলাম লাল, জিয়াউর রহমান, রফিক উদ্দিন, সহ-সম্পাদক নিজাম উদ্দিন, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জাহাঙ্গীরুল হক পাপ্পু, শ্যামল কান্তি দাস, অর্থ সম্পাদক কাওছার আহমদ, ক্রীড়া সম্পাদক হিফজুর রহমান, দপ্তর সম্পাদক শিপলু আহমদ, প্রচার সম্পাদক বদরুল ইসলাম, ইমাম হোসেন শাহীন, তথ্য-প্রযুক্তি সম্পাদক আছাদ আহমদ, নির্বাহী সম্পাদক মুহিবুর রহমান কলিম, আব্দুল মুকিত, সুয়েব আহমদ চৌধুরী, মাহতাব উদ্দিন।
বড়লেখায় ভোটকেন্দ্রে হামলা-দখল ব্যালট পেপার ছিনতাই মামলায় বিএনপি
জামায়াতের ৪০ নেতাকর্মী খালাস
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনের একটি ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর ও ব্যালট পেপার ছিনতাই মামলার রায়ে বিএনপি জামায়াতের ৪০ নেতাকর্মী খালাস পেয়েছে। রোববার দুপুরে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান। এসময় কাঠগড়ায় আসামীরা উপস্থিত ছিলেন।
আদলাত সুত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা, ভাংচুর ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় উক্ত ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ কনস্টেবল মো. বিল্লাল হোসেন ইউনিয়ন জামায়াতের আমির সয়ফুল ইসলাম, জামায়াত নেতা জিয়াউল ইসলাম, মুহিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মইন উদ্দিন, ইউপি সভাপতি মুছব্বির আলী, যুবদল নেতা নজরুল ইসলামসহ জামায়াত-বিএনপির উপজেলা ও ইউননিয় পর্যায়ের নেতাকর্মীর নাম উল্লেখ ও আরো অর্ধশত নেতাকর্মীকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা (৪/১৪) করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন।
আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত ২০১৪ সালের ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর ও ব্যালট পেপার ছিনতাই মামলার রায়ে ৪০ আসামী খালাস পাওয়া সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন