বড়লেখায় বৃহত্তর লঘাটি যুবসংঘের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বৃহত্তর লঘাটি যুবসংঘের উদ্যোগে গত ১২ জুলাই পৃথক দুই অনুষ্ঠানের মাধ্যমে বন্যার্তদের মধ্যে ২ লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহত্তর লঘাটি যুবসংঘের সভাপতি সাহাজাহান সিরাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মস্তুফা উদ্দিনের পরিচালনায় দাসের বাজার পাটি শেডে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাক্তন ইউপি মেম্বার আজিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন ইউপি মেম্বার মুমিন আলী, প্রবাসী সমাজ সেবক বাহার উদ্দিন বাবুল, আব্দুস শহীদ, মুহিবুর রহমান কলিম, ইউপি মেম্বার মনির উদ্দিন। এসময় যুবসংঘের সকল স্তরের নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বীয়ানগণ উপস্থিত ছিলেন।
এদিন বিকেলে দক্ষিণ বাগীরপার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যাদুর্গতদের মাঝে চাল বিতরণ করা হয়। দুটি স্থানে দাসের বাজার ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মধ্যে ২ লাখ টাকার চাল বিতরণ করা হয়। বৃহত্তর লঘাটি গ্রামের প্রবাসী ও ব্যবসায়ী সমাজকর্মীবৃন্দের আর্থিক অনুদানে উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
মন্তব্য করুন