বড়লেখায় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ জেলার বড়লেখা উপজেলার কাঠালতলী ভলিবল খেলার মাঠে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি শনিবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলার ৬টি ভলিবল ক্লাব এতে অংশগ্রহণ করে। কাঠালতলী ভলিবল খেলার মাঠে সমাপনি খেলা বড়লেখা পাখিয়ালা ভলিবল ক্লাব বনাম কাঠালতলি ভলিবল ক্লাব অনুষ্ঠিত হয়। পাখিয়ালা ভলিবল ক্লাব ২/১ সেটের ব্যাবধানে কাঠালতলি ভলিবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনি প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মধ্যে ট্রফি ও মেডেল বিতরন করা হয়। বড়লেখার উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা পৌর শাখার সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ,ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, বড়লেখা ভলিবল এসোসিয়েশন এর সভাপতি মোঃ হারুনুর রশিদ,সাধারণ সম্পাদক মান্না দে, পৌরসভার কাউন্সিলর মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য বক্তব্য রাখেন দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন,জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাজহারুল মজিদ।
মন্তব্য করুন