বড়লেখায় ভারতীয় অবৈধ গরু ও পিকআপসহ বাঁশ আটক

April 15, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার লাতু বিজিবি সদস্যরা মাধবকুণ্ড সংলগ্ন এবং ডিমাই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার অবৈধ ভারতীয় গরু ও মুলিবাঁশভর্তি পিকআপ ভ্যান আটক করেছে। শনিবার বিজিবি চোরাই গরু কাস্টমসে এবং অবৈধ মুলিবাশ ভর্তি পিকআপ স্থানীয় রেঞ্জ অফিসে জমা দিয়েছে।
৫২ বিজিবি সুত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের লাতু বিওপি’র টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম এবং বিওসিটিলা বিওপির টহল কমান্ডার নায়েক ইকবালের নেতৃত্বে¡ শুত্রবার সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ১৩৭৪ হতে ২ কিলোমিটার অভ্যন্তরে বিরাশী নয়াবস্তি এবং ডিমাই নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪টি ভারতীয় চোরাই গরু এবং রিজার্ভ ফরেস্ট থেকে পাচারকালে মুলিবাঁশ ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করেন।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, শনিবার সকালে আটক অবৈধ গরু জুড়ী কাষ্টমসে এবং মুলিবাঁশ ভর্তি পিকআপ ভ্যান মাধবছড়া বনবিটে জমা দেয়া হয়েছে।

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com