বড়লেখায় ভারতীয় এয়ারগানসহ অবৈধ মালামাল উদ্ধার

November 30, 2016,

আব্দুর রব॥ বড়লেখার বোবারথল বিজিবি ২৯ নভেম্বর মঙ্গলবার সকালে সীমান্ত এলাকার অভ্যন্তর থেকে অবৈধ ভারতীয় এয়ারগানসহ পাঁচ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল ভর্তি জীপ আটক করেছে। এসময় চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিজিবি ৫২ ব্যাটেলিয়ন সুত্রে জানা গেছে, বড়লেখার বোবারথল সীমান্তের মেইন পিলার ১৩৭৮/৬-এস হতে আনুমানিক সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছোটলেখা নামক স্থানে টহল কমান্ডার হাবিলদার শোয়াইব মিয়ার নেতৃত্বে বিজিবি অভিযান চালিয়ে ব্যারেলসহ ৫টি অবৈধ ভারতীয় এয়ার গান, ৫৫টি এয়ারগান স্প্রিং, ১৪ ঝুড়ি পান, ৩ বস্তা সুপারীসহ জীপগাড়ী (সিলেট ক-৬২৮৬) আটক করেন। যার সিজার মূল্য ১৯ লাখ ৬ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল নিয়ামুল কবির জানান, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় অস্ত্র বড়লেখা থানায় এবং আটক গাড়ীসহ মালামাল জুড়ী কাষ্টমসে জমা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com