বড়লেখায় ভারতীয় চোরাই গরু মদ ও কাঠ উদ্ধার
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার বোবারথল, নয়াগ্রাম ও ফুলতলা বিজিবি ১৭ এপ্রিল সোমবার ভোরে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় চোরাই গরু, মদ ও কাঠ উদ্ধার করেছে।
৫২ বিজিবি সুত্রে জানা গেছে, বড়লেখার বোবারথল বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আঞ্জু মিয়ার নেতৃত্বে ১৩৭২ হতে সাড়ে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুজাউল মাদ্রাসা এলাকা থেকে ৮৫.৩৯ ঘনফুন চোরাই কাঠ, বিয়ানীবাজারের নয়াগ্রাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে¡ বড়াইল থেকে ২টি ভারতীয় চোরাই গরু ও জুড়ীর ফুলতলা বিওপি’র টহল কমান্ডার নায়েক মামুনুর রশিদের নেতৃত্বে টহল দল ডাকটিলা নামক স্থান থেকে ৪১ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেন। এসময় পাচারকারীরা পালিয়ে যায়।
৫২ বিজিবির সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, সীমান্ত এলাকা হতে উদ্ধারকৃত চোরাই মালামাল ১৭ এপ্রিল সোমবার দুপুরে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হয়েছে।
মন্তব্য করুন