বড়লেখায় ভারতীয় মদ ও চোরাই কাঠ উদ্ধার
April 21, 2017,
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বিজিবি সদস্যরা ২০ এপ্রিল বৃহস্পতিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ মদ ও চোরাই কাঠ উদ্ধার করেছেন। বিকেলে বিজিবি আটক চোরাই মালামাল সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে।
জানা গেছে, ৫২ বিজিবি’র আওতাধীন জুড়ী উপজেলার ফুলতলা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে গত বৃহস্পতিবার ভোরে মেইন পিলার ১৮২৭/৬-আরবি হতে ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরের ডাকটিলায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় অফির্সাস চয়েজ মদ এবং পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই এলাকা থেকে জুড়ী ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার জাহিদের নেতৃত্বে ৬৬ ঘনফুট অবৈধ বনাক কাঠ উদ্ধার হয়। কাঠগুলো চোররা রিজার্ভ ফরেস্ট থেকে পাচার করছিল।
মন্তব্য করুন